নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে আজ জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস।
জুমার নামাজ শেষে সংগঠনের নেতাকর্মীরা মসজিদের উত্তর গেটে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় বক্তারা নারী বিষয়ক সংস্কার কমিশনকে ইসলামী মূল্যবোধ পরিপন্থী আখ্যায়িত করে কমিশন বাতিলের দাবি জানান। তারা বলেন, এই কমিশন ইসলামী শরিয়ার পরিপন্থী সিদ্ধান্ত গ্রহণ করছে, যা মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে।
বক্তারা অবিলম্বে কমিশন বিলুপ্ত না করা হলে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন।
বিক্ষোভ মিছিলটি উত্তর গেট থেকে পল্টন এলাকায় গিয়ে শেষ হয়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
Facebook Comments Box